
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলায় সাম্প্রতিক যে অশান্তির ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে আর না হয় তা নিশ্চিত করতে মুর্শিদাবাদ জেলায় এসে বিধায়ক-সাংসদ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সোমবার দুপুরে কলকাতা থেকে হেলিকপ্টারে বহরমপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর বহরমপুর সার্কিট হাউস থেকে জেলাশাসককে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী সোজা পৌঁছে যান জেলা প্রশাসনিক ভবনে। সেখানে কনফারেন্স রুমে মুর্শিদাবাদ জেলার একাধিক বিধায়ক, পুরসভার চেয়ারম্যান , মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ ,মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি এবং জেলা ও রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন মমতা।
বৈঠকে উপস্থিত এক তৃণমূল বিধায়ক নাম না প্রকাশের শর্তে জানান, মুখ্যমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠকে সার্বিকভাবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। প্রায় ৩৫ মিনিটের এই বৈঠকে মুখ্যমন্ত্রী বারবার জেলার শান্তি, সম্প্রীতি এবং ঐতিহ্য বজায় রাখার কথা বলেছেন।
ওই বিধায়ক বলেন, 'মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপি মুর্শিদাবাদ জেলায় যে নোংরামো করেছে তা মেনে নেওয়া যায় না। কিছু লোক এখানে অশান্তি পাকিয়েছে। সূত্রের খবর, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জেলার কাজকর্ম এবং সার্বিক পরিস্থিতি 'মনিটর' করার জন্য ১০ জনের একটি কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছেন। ওই কমিটিতে ৬ জন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা এবং চারজন হিন্দু সম্প্রদায়ের নেতাকে রাখার তিনি নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।
বৈঠকে উপস্থিত আরেক বিধায়ক বলেন, 'মুখ্যমন্ত্রী আজ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে বারণ করেন। তবে আজকের বৈঠকে হুমায়ুন কবীরকে 'স্ট্রং ম্যান' বলে আখ্যায়িত করেছেন।' প্রস্তাবিত এই কমিটিতে হুমায়ুন এবং হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখকে রাখার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।।
বৈঠকে উপস্থিত এক তৃণমূল নেতা জানান, সুতি এবং সামশেরগঞ্জের ঘটনার পর যেভাবে অপপ্রচার চলছে তাতে মুখ্যমন্ত্রী যথেষ্ট ক্ষুব্ধ। ভবিষ্যতে যাতে কোনও দাঙ্গাকারী বা দাঙ্গা যারা করেছে তারা যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না করতে পারে সেই বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি তিনি নিজের দলের নেতাদেরও সজাগ থাকতে এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য কড়া নির্দেশ দিয়েছেন।
বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ
অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা
'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার
চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়
হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত
সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট
প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের
ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ
আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!
বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান